[ম্যাক নিউজ ডেস্ক]
এবার বিয়ে করবেন রেলমন্ত্রী, বললেন আমার সঙ্গী দরকার
বিয়ে করতে চান ৬৬ বছর বয়সী রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। এজন্য বন্ধু-বান্ধবরা উপযুক্ত পাত্রী খুঁজছেন।
বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় আলাপকালে রেলমন্ত্রী বলেন আমার সঙ্গী দরকার। বন্ধু-বান্ধবরা উপযুক্ত পাত্রী খুঁজছেন। আমার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে পাত্রী খোঁজা হচ্ছে।
রেলমন্ত্রীর পছন্দের তালিকায় একজন আইনজীবী রয়েছেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন।
২০১৮ সালের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার ইসলাম ৫৮ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিন সন্তান রেখে তিনি মারা যান। তারপর থেকে রেলমন্ত্রী সুজন সঙ্গী ছাড়াই আছেন।
রেলমন্ত্রী সুজন ঢাকা পোস্টকে বলেন, জীবনে তো সঙ্গীর দরকার হয়।
নূরুল ইসলাম সুজন পেশায় সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলারও একজন আইনজীবী ছিলেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং রেলমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেছিলেন।