[ম্যাক নিউজ রিপোর্টঃ- রিয়াজুল ইসলাম]
রাজধানীর ভাটারায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। আজ সকাল ৮ টায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পরকিয়ায় আসক্ত ছিল রিক্সাচালক আবুল কাসেমের স্ত্রী জোবেদা। ঘটনাটি আচ করতে পেরে আবুল কাসেম হাতেনাতে ধরার সিদ্ধান নেন। এরই পরিপেক্ষীতে প্রতিদিনের ন্যায় আজ সকালে রিক্সাচালাতে বের হন আবুল কাসেম। হঠাৎ এক ঘন্টা পর বাসায় গিয়ে দেখতে পান তার পরকিয়া প্রেমিককে বিছানায় তার স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখতে পান। এমন দৃশ্য দেখে সহ্য করতে না পেরে ঘরে থাকা কুঠার দিয়ে তার স্ত্রীকে আঘাত করে কাসেম। তাতে ঘটনাস্থলেই মৃত হয় স্ত্রী জোবেদার।
ফাকেই দৌড়ে পালিয়া যায় জোবেদার প্রেমিক পুরুষ। আর ঘটনাস্থলেই মারা যান স্ত্রী জোবেদা। ঘটনার পরপরই আবুল কাসেম স্ব-শরীরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ এসে সকাল ৯টায় লাশ উদ্ধা করে থানায় নিয়ে যায়। এই দম্পতি ভাটারার সোলমাইদ পূর্বপাড়া কাজীবাড়িতে ভাড়া বাসায় থাকতেন। নিউজ লেখা পর্যন্ত ভাটারা থানায় কোন মামলা হয়নি।