[স্টাফ রিপোর্ট]

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা জোরকানন ইউনিয়নের শুজারপাড় গ্রামে সরকারি মালিকানাধীন অবৈধভাবে গড়া ওঠা বসতবাড়িতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সদর দক্ষিণ উপজেলার ভূমি অফিস ।
বুধবার সদর দক্ষিন থানা পুলিশের সহযোগিতা দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে উপজেলা ভূমি অফিস। শুজারপাড় এলাকার মৌজায় জেলা প্রশাসনের খতিয়ান নং ১,দাগ নং ৬,১০ শূন্য দশমিক আট,শূন্য দশমিক,তেরো এক একর জমিতে বসতবাড়িতে।

এ স্থাপনা উচ্ছেদে জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তসলিমুন নেসা এম. ডি শামসুল আরিফিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি তসলিমুন নেসা বলেন, সরকারি খাস এর জায়গা দখল করে এতোদিন তারা ভোগ করছিলো।আদালতের রায় তাদের বিপক্ষে আসে এবং সরকারি খাস ভূমির জায়গা যতটুকু রয়েছে সেটুকু দখল করে বাকি জায়গা ব্যক্তির মালিকানায় আমরা বুঝিয়ে দিয়েছি।এরকম আমাদের কাছে কোনো অভিযোগ আসলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *