[ম্যাক নিউজ রিপোর্টঃ-মাহফুজ নান্টু, কুমিল্লা।]
জানা যায়, বিল্লালকে ৫ কেজি গাঁজাসহ আটক করে চৌদ্দগ্রাম থানার পুলিশ। সোমবার (১৪ জুন) সকাল ১১টার দিকে বিল্লালকে আদালতে প্রেরণের সময় স্বামীর সঙ্গে দেখা করতে থানায় আসেন স্ত্রী পাখি আক্তার। পাখির গতিবিধি সন্দেহ জনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করে পুলিশ। পরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় তার ব্যাগে। অবশেষে পাখিকে আটক করে তার বিরুদ্ধেও মাদকের মামলা দায়ের করে পুলিশ।
সোমবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা বলেন, বিল্লাল ও তার স্ত্রী দু-জনেই প্রকৃতপক্ষে মাদক ব্যবসায়ী। তারা হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছিলো। তাদের দু-জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।