ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন।
গতকাল ১৬জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও৫৪জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার১৭৮জন।
আজকের রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়েনি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৫২জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ২৭জন,বুড়িচ০১জন,ব্রাক্ষণপাড়া ০১ জন,আর্দশ সদর০১জন, চৌদ্দগ্রাম ০১ জন, লাকসাম ০৩ জন,সদর দক্ষিণ ০৩জন,বরুড়া ০১ জন,দেবিদ্বার ০৩জন,মনোহর গন্জ ০৪ জন,লাঙ্গলকোট ০৯জন।
আজকের রিপোর্টে সুস্থ্য৪২জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার০৮০জন করোনা রোগী।আজকের সুস্থ্য কুমিল্লা সিটি কর্পোরেশন ৩৪জন,সদর দক্ষিণ ০২ জন, নাঙ্গলকোট ০৬জন।
গতকাল ১৬জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৯হাজার ১২৪জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৮হাজার ৭৩৫ জনের। এর মধ্যে ১৩ হাজার ১৭৮জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২৫
এদের মধ্যে নতুন সনাক্ত: ০০।