[ ম্যাক নিউজ ডেস্ক ]

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফাহিমা বিনতে আখতার মহোদয়ের নেতৃত্বে লাকসাম থানাধীন কান্দিরপাড় ইউনিয়নের কেমতলী এলাকায় আসামী কাজল বেগম এর বাড়ীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা, ৬৩০ পিস ইয়াবা, মাদকবিক্রির নগদ ১,৬৪,৫০০/- এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৫ টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

সিসি ক্যামেরার মাধ্যমে আগে থেকেই আমাদের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর জনাব মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁঞা, ইন্সপেক্টর জনাব আবুবকর সিদ্দিক, ইন্সপেক্টর ব্রজলাল চাকমাসহ সকল সদস্য, পুলিশের এসআই পিকেল চাকমাসহ ১৩ জন পুলিশফোর্স, এনএসআই এর অফিসার, কাস্টমস এর ইন্সপেক্টর জনাব মোঃ সদর উদ্দিন অংশগ্রহণ করেন। আসামীর বিরুদ্ধে লাকসাম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

এছাড় একই এলাকার অপর এক আসামিকে গাঁজাসহ আটক করে জেল ও জরিমানা প্রদান করা হয়। অভিযানে ডিসি, এসপি এবং এডিএম মহোদয়ের সার্বিক সহযোগিতা ছিল। টীমের সকল সদস্যদের ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *