[স্টাফ রিপোর্টঃ- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লায় ৪ রাউন্ড গুলি, বিদেশী রিভলবারসহ ৯ মামলার চিহ্নিত সন্ত্রাসী আব্দুল্লাহ আল টিপু (৩২) ওরফে কানা টিপুকে গ্রেফতার করেছে র্যাব। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
শনিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। করে। সে দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আব্দুল করিম ভূঁইয়ার ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ১টি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেছি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , সে দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে। তার নামে কুমিল্লা কোতয়ালি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির মোট ৯ টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।