[ স্টাফ রিপোর্ট ]

কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২১ জুন) আদর্শ সদর উপজেলার চাঁনপুর ও নগরীর কাঁটাবিল এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

কোতয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, পিকআপে করে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ দে এর নেতৃত্বে এসআই মো. মহিউদ্দিন শেখ, এএসআই হান্নান আল-মামুন, এএসআই মো. রুবেল মাহমুদসহ পুলিশের টিম সোমবার সকালে আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- কুমিল্লা নগরীর বদরপুর এলাকার মো. জীবন (১৯), মো. শাওন মিয়া (১৯), আদর্শ সদর উপজেলার পূর্ব চাঁনপুর গ্রামের হৃদয় ইসলাম দিদার (২৩) ও চৌদ্দগ্রামের লুদিয়ারা গ্রামের হেলাল ওরফে ড্রাইভার হেলাল (৩০)। পুলিশ তাদের নিকট থেকে পলিথিনে মোড়ানো পৃথক ৪টি প্যাকেটে ৬ কেজি গাঁজা জব্দ করে।

এছাড়া থানার এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই হান্নান আল-মামুন, এএসআই মো. রুবেল মাহমুদ ও এএসআই উৎপল দাসসহ পুলিশের টিম একই দিন নগরীর কাঁটাবিল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর কাঁটাবিল এলাকার হানিফ (৪৫), বাচ্চু মিয়া (৩৫), আরিফ (১৯) ও আশিকুর রহমান ইপু (২৬)। পুলিশ তাদের নিকট থেকে ৪ কেজি গাঁজা জব্দ করে। এসআই মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হানিফের বিরুদ্ধে ৫টি ও বাচ্চু মিয়ার বিরুদ্ধে ৭টি মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ ৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *