[ম্যাক নিউজ ডেস্ক]
২০০১ সালে ইথুন বাবুর কথা-সুর ও সংগীতায়োজনে সাউন্ডটেক থেকে প্রকাশিত হয় আসিফের প্রথম একক অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। এরপর নানা মান-অভিমানে গান দূরে ছিলেন এই জুটি। ২০১৯ সালে অভিমান ভাঙে দু’জনের। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় তাদের নতুন গান ‘চুপচাপ কষ্টগুলো’। এরপর তারা জুটি হয়ে আরও একাধিক কাজ করেছেন।
নতুন খবর হলো, ইথুন বাবু ও আসিফ আকবর ১২ বছর পর জুটি হয়ে ফিরছেন সাউন্ডটেকের ঘরে। নিজের ফেসবুক ওয়ালে এমন তথ্যই জানালের ইথুন বাবু। গানের শিরোনাম ‘একা’। ইথুন বাবুর কথা, সুর ও সংগীতায়োজনে ইতোমধ্যেই গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ।
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর। বলেন, ‘আমার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি। আমাদের পরিবার একসঙ্গে আবার। আলহামদুলিল্লাহ। সাউন্ডটেক আমাদের ভালোবাসা। বাবুল ভাই এবং বাবু ভাইয়ের জন্য শুভ কামনা।’
আর ইথুন বাবু বলেন, ‘সাউন্ডটেক আমার ঘর। ঘরে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধন্যবাদ বাবুল ভাইকে। আর আসিফ তো গানের যুবরাজ। আসিফ আর আমার কাজে একটু ভিন্নতা তো থাকবেই। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন