[স্টাফ রিপোর্টার]
কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ১৫৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাজমঙ্গলপুর এলাকায় পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার সুজন মিয়া রাজমঙ্গলপুর গ্রামের মন্তু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তীর নেতৃত্বে এসআই সমীর গুহ, এএসআই হান্নান আল-মামুন, এএসআই মো. রুবেল মাহমুদসহ পুলিশের একটি টিম গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রাজমঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সুজন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয়া থানার এএসআই হান্নান আল-মামুন জানান, ‘সুজন মিয়াকে গ্রেফতারের পর তার সঙ্গে থাকা ৮টি প্লাস্টিকের প্যাকেটে মোট ১ হাজার ৫৫৫ পিস গোলাপী রঙয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছে, সে ভারত সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে কম মূল্যে কিনে এনেছে।’ বুধবার দুপুরে কোতয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ‘জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে এসআই সমীর গুহ বাদী হয়ে মাদক কারবারি সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।’