[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন কুমিল্লা।]

কুমিল্লায় করোনা শনাক্ত১০৫ জনের। সুস্থ্য৬২জন, মৃত্যু ৪ গতকাল ২৪জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও১০৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার৬২৩জন। আজকের রিপোর্টে চারজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৬৩জনে দাঁড়ালো।সিটি ০২ জন,বুড়িচং ০২ জন। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৬২জন,বুড়িচ০৯জন,আর্দশ সদর০৫জন, সদর দক্ষিণ ০২জন, চৌদ্দগ্রাম ০১জন,লালমাই ০৩ জন,বরুড়া০৪জন, মুরাদনগর ০১ জন, চান্দিনা ০৪ জন,লাঙ্গলকোট ০৩জন, দেবিদ্বার ০৮ জন,মনোহরগন্জ ০১ জন, তিতাস ০২ জন। আজকের রিপোর্টে সুস্থ্য৬০জন দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার৪৪৪জন করোনা রোগী।আজকের সুস্থ্য দেবিদ্বার ০৭জন,লাঙ্গলকোট ১৬জন,আর্দশ সদর২৪জন, বুড়িচং ০৫জন, সিটি কর্পোরেশন ০৮ জন। গতকাল ২৪জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন। সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮২হাজার ১৫০জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮১হাজার ২৫৮জনের। এর মধ্যে ১৩ হাজার ৬২৩জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২১ এদের মধ্যে নতুন সনাক্ত: ০৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *