[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ৪ টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সভায় লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধ্যাপক আবু তাহের জানান, পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ট্রেজারার নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে আগামীকাল শনিবার থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বাস যাবে।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সশরীরে সকল ধরনের পরীক্ষা স্থগিত করার সুপারিশ করেছে কেন্দ্রীয় পরীক্ষা কমিটি।

এর আগে, গত ১৩ই জুন রোববার বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এদিন বিভিন্ন অনুষদের আটটি বিভাগের বিভিন্ন বর্ষের ১১টি চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এছাড়াও কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষা চলমান ছিল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *