[ম্যাক নিউজ ডেস্ক ]
করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির অবনতি হওয়ায় বাতিল হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকেট ক্রেতাদের টাকা ফেরত দেওয়া…
জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা শিক্ষা অর্থনীতি বিনোদন লাইফস্টাইল বিজ্ঞান ও প্রযুক্তি প্রবাস মতামত
অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার সকাল থেকে টিকিট কাউন্টারে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।
মহামারি করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির অবনতি হওয়ায় বাতিল হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেনের অগ্রিম টিকেট ক্রেতাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৫ জুন) সকাল থেকে টিকিট কাউন্টারে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত টিকিটের টাকা ফেরত নিতে পারবেন টিকিট গ্রহীতারা। বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব যাত্রী সাধারণ চলতি মাসের ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনেছেন তাদের ২৫ আগামী থেকে ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট ফেরত দিয়ে টিকিটে উল্লিখিত সমপরিমাণ টাকা ফেরত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
এর আগে গত ২২ জুন রাত ১২টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত সকল ধরনের যাত্রীবাহী ট্রেন বন্ধের ঘোষণা দেয় রেলপথ মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ৩০ জুনের পর ট্রেন চালু করার কথা বলা হয় তখন। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এর আগে ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সকল ট্রেন চলাচল বন্ধ ছিল। ৪৯ দিন বন্ধ থাকার পর ২৪ মে ভোর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিলো। পুনরায় যাত্রীবাহী রেল চলাচল বন্ধ হলেও পণ্যবাহী ট্রেন এখনো চলাচল করছে।
প্রসঙ্গত, রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রেলওয়ের ৩৬২টি ট্রেনের মধ্যে স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।