[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লা বরুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে সাথি আক্তার(১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে বরুড়া পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চান্দিনা রোডস্থ ভাড়াটিয়া দুলাল মিয়ার মেয়ে।
গতকাল (২৫ জুন) বিকাল ৫ টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেন।
সাথির বড় বোন আখি আক্তার বলেন, আমার ছোট বোন সে বরুড়া হাজী নোয়াব আলী স্কুলের ক্লাস সেভেনে পড়তো। তার সামান্য মানসিক সমস্যা আছে। সে গত ৬ মাস পূর্বে একবার বিষপানও করেছেন। কিছু নিয়ে রাগ হলেই সে মরে যাবে বলে পরিবারকে বলতেন। আজ সে তাই করলো।
পরে খবর পেয়ে বরুড়া থানা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান এসে লাশের সুরতহাল করে লাশ থানায় নিয়ে যায়।