[ম্যাক নিউজ রিপোর্টঃ-ওমর ফারুক হৃদয় ঢাকা]
জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা শিক্ষা অর্থনীতি বিনোদন লাইফস্টাইল বিজ্ঞান ও প্রযুক্তি প্রবাস মতামত
‘জমে থাকা গ্যাস’ থেকে মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ : পুলিশ
রাজধানীর মগবাজারে শরমা হাউসে গ্যাস বিস্ফোরণে সাতজন মারা গেছেন। ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন। এই বিস্ফোরণকে নাশকতা হিসেবে দেখছে না পুলিশ। তারা বলছে, জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে।
রোববার (২৭ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে খুব সম্ভবত গ্যাস জমে ছিল। সেই গ্যাস বিস্ফোরণের কারণেই আশপাশের সাতটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে সাতজন মারা গেছেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমার কাছে নাশকতা মনে হচ্ছে না। নাশকতা হলে স্প্লিন্টার থাকত। স্প্লিন্টারের আঘাতে আশপাশের মানুষ ক্ষতবিক্ষত হয়ে পড়ত। আপনারা বাস দেখেছেন। বাসে কিন্তু কোনো স্প্লিন্টার নেই। সুতরাং এটা বলা যায় এখানে বোমার কোনো ঘটনা ছিল না। গ্যাস থেকেই এটা হয়েছে।’
ফায়ার সার্ভিস বলছে, মগবাজারের বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯ জনকে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এছাড়া, আহতদের মধ্যে কয়েকজনকে মহানগর ও আদদ্বীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখন পর্যন্ত বার্ন ইউনিটে ১৭ জন আসছেন। এর মধ্যে দুইজন মারা গেছেন। দুইজনকে আইসিইউতে রাখছি। তিনজনের অবস্থান খুবই খারাপ। তাদের অবস্থা বলা মুশকিল।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শোরুমের বিপরীতে তিনতলা একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে। এর ফলে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা।