[ম্যাক নিউজঃ- নিজস্ব প্রতিবেদক]
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কাছিয়াতলী গ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, চুরি ও লু্টপাটের অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা আকবর হোসেন রাছেল(৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
কুমিল্লা কোতয়ালী থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৫-০৬-২০২১ তারিখ সকালে
কাছিয়াতলী গোমতী বেরীবাধ সংলগ্ন সৈকত হোসেন ভূইয়া’র বালু বিক্রির অফিস কক্ষে একক আধিপত্য বিস্তার করতে স্থানীয় আকবর হোসেন রাছেলের নেতৃত্বে ১৮ থেকে ২০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে বালু বিক্রির অফিস কক্ষে এলোপাথারি কুপিয়ে ভাংচুর করে। এ সময় অফিসে থাকা আসবাবপত্র ভাংচুর করে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে৷ পরের দিন ২৬-০৭-২০২১ তারিখ ঘটনার মিমাংসা করার জন্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে মিমাংসা করবেনা বলে পুনরায় হামলা করে…..