[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]

কুমিল্লা জেলা প্রশাসনের অফিযানে নগরীর পুলিশ লাইন এলাকার বসুন্ধরা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ও গোমতী হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠান দুইটির প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল, মেডিক্যাল অফিসারের স্বাক্ষর বিহীন রিপোর্ট সরবরাহ, অপারেশন থিয়েটারে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ ইনজেকশন রাখার অপরাধে ৫০ হাজার করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় ।
এছাড়া এসময় একজন চিকিৎসককে বিএমডিসির স্বীকৃতি ছাড়া ভূয়া এফসিপিএস ডিগ্রী ব্যবহার করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মোস্তাফিজুর রহমান ।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হাসান মাহমুদ, ডাঃ সৌমেন রায়, ডাঃ মইনুল হক সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *