[ম্যাক নিউজ রিপোর্টঃ-মোঃ বিল্লাল হোসেন,দেবীদ্বার প্রতিনিধি]
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার জন্য কুমিল্লার পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান দেবিদ্বার থানার তত্ত্বাবধানে এসআই/মোঃ আব্দুল বাতেন ও এএসআই মোঃ আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৩০/০৬/২০২১ খ্রিঃ তারিখ দেবিদ্বার থানাধীন বারুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী
মোঃ জামাল(৫৫), পিতা-মৃত আজগর আলী, সাং-বারেরা (আকামত আলীর বাড়ী), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লাকে ১৩০(একশত ত্রিশ) পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। এই সংক্রান্তে দেবিদ্বার থানায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়।
অফিসার্স ইনচার্জ মো আরিফুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে মাদক ব্যবসায়ীকে কোন ছাড় নেই।