[ম্যাক নিউজ ডেস্ক]

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার পাচথূবী ইউনিয়নের বাঘবের এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারের নেতৃত্বে ছাত্রখীল পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এস আই) শরীফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার পাচথূবী ইউনিয়নের বাঘবের এলাকায় অভিযান চালায়।
অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনির হোসেন (মঞ্জিল)কে আটক করে। সে ওই এলাকার আঃ মান্নানের ছেলে।


এস আই শরীফুর রহমান জানান, আটককৃত মনির হোসেন (মঞ্জিল) এর বিরুদ্ধে মাদক দ্রব্য পাচারের অভিযোগে ২০১১ সালে একটি মামলা দায়ের হয়।
ওই মামলায় দোষী সাব্যস্থ হওয়ায় চলতি বছরের ১৩ জানুয়ারী যাবজ্জীবন সাজা দেয় আদালত। এর পর থেকেই মামলায় পলাতক ছিলো সে।
এছাড়াও তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে মাদক, বিশেষ ক্ষমতা আইন ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।
আটককৃত আসামীকে শুক্রবার কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *