[ম্যাক নিউজ ডেস্ক]

কুমিল্লায় বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে দৈনিক যায়যায়দিনের ১৬ বছরে পদার্পন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় নগরীর টমছমব্রিজ এলাকায় সৈয়দ ম্যানশনের ২য় তলায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমাজকণ্ঠ’র উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সালাহউদ্দিন আহমেদ। দৈনিক যায়যায়দিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. আবদুল জলিল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেউলি অবজারভার প্রতিনিধি নজরুল ইসলাম দুলাল, দৈনিক সমকাল প্রতিনিধি মো. কামাল উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি জাহিদ হাসান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক সমাজকণ্ঠ সম্পাদক জসিম উদ্দিন চাষী, চ্যানেল ২৪ কুমিল্লা প্রতিনিধি জাহিদুর রহমান, বাঙলা টিভি’র জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, সাংবাদিক এইচএম মহিউদ্দিন ও বিশিষ্ট ঠিকাদার নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *