[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]


করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে কুমিল্লা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জেলার ১৭ টি উপজেলায় অভিযান পরিচালনা করে ৩১৩ টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩ লাখ ৩৮ হাজার ৫০ টাকা অর্থদন্ড করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা,অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল এবং মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধে জেলার হাট- বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অর্থদন্ড করা হয়।

কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় মোট ৪৩ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ১৪ টি টিম, পুলিশের ৫৮ টি টহল টিম, আনসার বাহিনীর ৬টি টিম, বিজিবি ৩ প্লাটুন, এবং র‌্যাব এর ২ টি টিম।
এছাড়া কঠোর লকডাউনের কারনে কর্মহীন হয়ে পরা জেলার ৫৮৩ জন দুর্দশাগ্রস্ত, ও খেটেখাওয়া দিনমজুরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *