[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
করোনা ভাইরাস বিস্তার রোধে দেশব্যাপী কঠোর লকডাউনের তৃতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে ওই জরিমানা করা হয়েছে। শনিবার (৩ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চান্দিনা উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম।
উপজেলা নির্বাহী অফিসার ৮টি মামলায় ১৩ হাজার টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথক ১০টি মামলায় ৪৩হাজার ৫শত টাকা জরিমানা করেন। পুলিশ ও সেনা সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।