[ ম্যাক নিউজ ডেস্ক ]

যুক্তরাষ্ট্রে থামছে-ই না ‘ম্যাস শুটিং’ বা গণহারে গুলির বর্বরতা। ৭২ ঘণ্টার ব্যবধানে দেশটির বিভিন্ন শহরে নির্বিচার গুলিতে প্রাণ গেছে অন্তত ১৫০ জনের।

সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার থেকে রোববার পর্যন্ত নিউইয়র্ক, শিকাগো, ইলিনয় এবং ওহাইতে বেশি নির্বিচার গুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে, কেবল নিউইয়র্কেই ২১ টি ম্যাস শুটিংয়ে প্রাণ হারান ২৬ জন।

গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এ শহরে ১২ টি নির্বিচার গুলির ঘটনা ঘটে যাতে প্রাণহানি ১৩।

আগের বারের চেয়ে ৪০ শতাংশ ম্যাস শুটিং বেড়েছে নিউইয়র্কে। শিকাগোতে ৮৩ টি ম্যাস শুটিংয়ে শিশুসহ প্রাণহানি ১৪ জনের। ইলিনয়ে নিহত ১৪ জনের মধ্যে আর্মি ন্যাশনাল গার্ডের এক সদস্যও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *