[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন]
কুমিল্লার চান্দিনায় মো.রানা (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমিকার সাথে মান-অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল(৮ জুলাই) রাত ৯ টায় উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের মোকামবাড়ি এলাকায় একটি খাবার হোটেলে এই ঘটনা ঘটে।
নিহত মো.রানা চান্দিনা পৌরসভার ৪ নং ওয়ার্ড এর বেলাশ্বর এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ রোডের মোকামবাড়ি এলাকায় ওই খাবার হোটেলটি পিতা মোস্তফা মিয়ার। পিতার অনুপস্থিতিতে হোটেলটি রানা পরিচালনা করতেন। করোনাকালীন সময়ে বেচা কম হওয়ায় সন্ধ্যার পর বন্ধ করে দেওয়া হয়। এদিকে কয়েকদিন যাবত মন খারাপ ছিলো রানার। প্রেমিকার সাথে মান-অভিমানের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.নুরুল বাশার জানান, প্রেম সংক্রান্ত বিষয়টি প্রাথমিকভাবে জেনেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।