[ম্যাক নিউজ রিপোর্টঃ-ম্যাক রানা কুমিল্লা।]
সাংবাদিক সমিতি কুমিল্লা’র সভাপতি, পাঠক নন্দিত অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজের সম্পাদক ও ডেইলি নিউএইজের কুমিল্লা জেলা প্রতিনিধি, ইয়াসমীন রীমা জাতীয় পর্যায়ে ”পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়াড—২০২০—২১”র্ প্রিন্ট মিডিয়ায় “মাতৃদুগ্ধ কর্ণার প্রতিষ্ঠা সময়ের দাবী’ প্রতিবেদনের জন্য পুরস্কার লাভ করেন।
আজ সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর কতৃর্ক আয়োজিত ভাচুর্য়াল এক অনুষ্ঠানের মধ্যে এই ঘোষণা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি।
পুরস্কারের সমমূল্য ৫০,০০০টাকা ও ক্রেষ্ট। ইয়াসমীন রীমা ছাড়া প্রিন্ট মিডিয়ায় ৪জন ও ইলেক্টমিডিয়ায় ১জন এই পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য এই পুরস্কার ছাড়াও ইয়াসমীন রীমা ২০১৯ সালে নারী উন্নয়ন ফাউন্ডেশন ও নারী ক্ষমতায়ন মিডিয়া অ্যাওয়ার্ড পুরস্কার, ২০১৮সালে উইমেন জার্নালিজম নেটওয়ার্ক পুরস্কার, ২০১৩—কীর্তিমতি নারী সন্মাননা পুরস্কার, ২০১১—ইউনেক্স জার্নালিজম পুরস্কার, ২০১০—প্রথম আলো মাদকবিরোধি পুরস্কার, ২০০৭—মিডিয়া ডিজার্ডস ম্যানেজমেন্ট পুরস্কার, ২০০৭—প্যানেস ও সাউথ এশিয়া পুরস্কার,২০০৬—ফ্যামিলি প্ল্যানিং এসোসিয়োশন পুরস্কার, ২০০৪—বাংলাদেশ সেন্টার ফর ডেভোলভমেন্ট পুরস্কার,২০০৪— ইউএনএফপিএ পুরস্কার ও বিভিন্ন বিষয়ের উপর ৯টি ফেলোশিফ লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি খ্যাতিমান