[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
নিখোঁজের তিনদিন পর এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম জহিরুল ইসলাম।
ঘটনা কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার চিওড়া গ্রামে। নিহত জহির ওই গ্রামের হাফেজ আইয়ুব আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয়রা লাশ দেখতে পুলিশকে খবর দেয় । জহিরুল ইসলাম ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী ছিল । পুলিশ ও স্থানীয়দের ধারণা বিদু্ৎপৃষ্টে মারা গেছেন ।
জহিররুল ইসলাম পিতা আয়ুব আলী জানান, গত মঙ্গলবার রাত ৯ টায় রাতে খাবার শেষ করে বাড়ি থেকে বের হয় জহিররুল ইসলাম ।পরে আর বাড়ী ফেরেনি।
পরে তাকে অনেক জায়াগায় খোঁজখুজি করে পাওয়া যায়নি । আজ সকালে বাড়ির পাশে শাহাজাহানের ঘাস ক্ষেত বিদ্যুৎ এর তারে জড়ানো ছিলো।
আইয়ুব আলী আরো জানান, হারানো বিষয়ে তারা কোন নিখোঁজ ডায়রি করেন নি। তবে আজ ডাইরি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তারপরই প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন তার ছেলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
আইয়ুব আলী আরো জানান, তার পরিবার ও ছেলে সাথে কারো কোন শত্রুতা নেই । কিভাবে মারা গেল তাও বুঝতেছি না ।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে বিদ্যুস্পৃষ্টে মারা গেছে। তার হাতে পোড়া দাগ রয়েছে। তবে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। তারপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।