[ম্যাক নিউজ রিপোর্টঃ- কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার বুড়িচংয়ে পৃথক চারটি অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আট কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়। শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩টায় আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দের উত্তর চর পাচুরিয়া গ্রামের মো. মুনছুর মৃধার ছেলে মো. আফসার মৃধা (২৯), কুমিল্লার বুড়িচংয়ের চড়ানল গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. আবদুস শাহীন (৩৬), মো. রমিজ মিয়ার ছেলে সাইফুল (২৮), একই উপজেলার পাঁচোড়া গ্রামের কাজী দুলাল মিয়ার ছেলে কাজী বাকিদুল হাছান (২২) ও জেলার ব্রাহ্মণপাড়ার উত্তর তেঁতাভূমি আনন্দপুর খবি উল্লাহর বাড়ির খবি উল্লাহ ছেলে মো. মজিবুর রহমান হোসেন (২৪)।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে চারটি অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনার তাদের বিরুদ্ধে মামলা শেষে বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।