[ ম্যাক নিউজ ডেস্ক ]
বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত বাহিনীর প্রধান হাসিমুল্লাহ নিহত
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ (৩৩) নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে র্যাব-১৫-এর পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন দমদমিয়া এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে শীর্ষ রোহিঙ্গা ডাকাত গ্রুপ হাসেম বাহিনীর প্রধান হাসিমুল্লাহ (৩৩) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।