[ ম্যাক নিউজ ডেস্ক ]
রাঙামাটিতে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য।
গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার সময় এই ঘটনা ঘটে। নিহত কনস্টেবল মো. কাইয়ুম সরকার রাঙামাটির সুখী নীলগঞ্জস্থ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। নিহত কাইয়ুম গাজীপুর জেলাধীন কালিয়াকৈর থানার বাঁশকৈর গ্রামের মো. আইয়ুব আলী সরকারের ছেলে। মানসিক যন্ত্রণার কারণে কর্তব্যরত অবস্থায় নিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে বলে পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।