[ম্যাক নিউজ রিপোর্টঃ-কুমিল্লা প্রতিনিধি]
উপপরিদর্শক পরিমল দাশ জানান, গাউছে পাক রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করার সময় খলিল পুলিশ দেখেই অস্বাভাবিক আচরণ করতে থাকে। পরে তার দেহ তল্লাশী করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুমিল্লায় খাবার হোটেলে বসে ইয়াবা বিক্রির সময় এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সদর উপজেলার সাতরা এলাকায় গাউছে পাক রেস্টুরেন্ট থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক ফারহানা সুলতানা শনিবার সকালে তাকে কারাগারে পাঠান।
গ্রেপ্তার খলিল মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা।
খলিলকে গ্রেপ্তার করে রাতেই কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়।
তিনি আরও জানান, খলিল ১৩টি মাদক মামলার আসামি।