[ম্যাক নিউজ রিপোর্টঃ-(কুমিল্লা প্রতিনিধি)]
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর নোয়াপাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তিতে পাওয়া স্থানে ঘর নির্মান করায় ছোটভাই কাসেম গত ১৬ জুলাই আপন ভাতিজা ফুয়াদ হাসান (৩১) কে শারীরিকভাবে মারধোর করে।
এসময় তার চিৎকারে পিতা আবুল বাশার গ্রামবাসীসহ এগিয়ে আসলে কাসেম ভয়ভীতিসহ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকী দেয়। তখন ৯৯৯’এ কল করলে পুলিশ আসার খবর পেয়ে কাসেম দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্থ আবুল বাসার ও তার পরিবার সুত্র জানায়, তার পিতা প্রয়াত আব্দুল বারিক জীবদ্দশায় তার ৫ ছেলের মধ্যে সম্পত্তি ভাগবাটোয়ারা করে বড় ছেলে আবুল বাশারকে নির্দেষ দেন যে সবার সম্পত্তি থেকে তাদের দুই বোনকে এ সম্পত্তির ভাগ দেন, তবে বোনদেরকে পৈত্রিক সম্পত্তির ভাগ দিতে নারাজ অভিযুক্ত কাসেম।
এদিকে বড় ছেলে আবুল বাশার চাকুরী সুত্রে দেশের বিভিন্নস্থানে থাকায় বাড়ির সম্পত্তি ভোগদখল করে আসছিল অন্য দু’ভাই আবুল কালাম ও আবুল কাসেম। সম্প্রতি বাশার অবসর শেষে বাড়ি ফিরে আসার পর থেকে দ্বন্দ্ব শুরু হয়।
এসময় বাবার দেওয়া দলিলে বসতভিটির দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর অংশে রাস্তার কথা উল্লেখ থাকলেও বাশারের অনুপস্থিতিতে কাসেম, কালামগং বসতের পূর্ব পাশে রাস্তা বানিয়ে ব্যবহার করে আসছিল। কিছুদিন আগে বাশার পিতার দেওয়া ভিটিতে ঘর নির্মান করলে পূর্ব দিকের ব্যবহৃত সড়কটি বন্ধ হয়ে যায়।
এনিয়ে কাসেম, কালাম বড় ভাই বাশারের বিরুদ্ধে হুমকি-ধামকি দেওয়া শুরুসহ ভিটির পাশ দিয়ে চলাচল অব্যাহত রাখে। এসময় বাশার নির্ধারিত স্থান দিয়ে চলাচলের জন্য বললেও সেটাতে কোন কর্নপাত না করে উল্টো বাশারসহ তার সন্তানদের নানাভাবে হুমকী দিতে থাকে।
এরই জের ধরে গত ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় বাশারের ছোট ছেলে ফুয়াদ হাসান কে বাড়ির পাশে একা পেয়ে আপন চাচা কাসেম শারীরিকভাবে মারধোরসহ প্রাননাশের হুমকী দেয়। এসময় তার চিৎকারে বাবা বাশার গ্রামবাসীদের সহায়তায় এগিয়ে আসলে কাসেম দলিলে উল্লেখিত রাস্তা ব্যবহার না করে তাকে ঘর ভেঙ্গে পুর্বের ব্যবহৃত স্থান দিয়ে চলাচলের ব্যবস্থা করার দাবী করে।
তখন ফুয়াদ ৯৯৯’এ মোবাইল করলে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই কামাল হোসেন দ্রত ঘটনাস্থলে ছুটে আসলে কাসেম পালিয়ে যায়। বিস্তারিত অবগত হয়ে পুলিশ বাশারকে থানায় অভিযোগ করতে বললে পরদিন ১৬ জুলাই বুড়িচং থানায় একটি সাধারন ডায়রী করেন কাসেমের বিরুদ্ধে। উল্লেখ্য পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ইতোপূর্বে অন্য এক সহোদর খোকন গত ৪ ফেব্রয়ারী কাসেমের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি সাধারন ডায়রী করেন যার নাম্বার ১৮৩/২১। এছাড়াও বড় ভাই আবুল বাশার ছোটভাই কাসেমের বিরুদ্ধে থানায় মামলাসহ একাধিক অভিযোগ দায়ের করে রেখেছেন। বর্তমানে ভাই বাশার ও খোকনের করা পূর্বের মামলায় জামিনে থাকা কাসেম নানাভাবে ভয়ভীতিসহ প্রাননাশের হুমকী দেওয়ায় পরিবারের অন্যান্য ভাই, ভাতিজারা চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।