ম্যাক নিউজ রিপোর্টঃ-গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও।

ঈদের দিন ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিমু আক্তার (৮) ও জান্নাতুন (৬) ওই গ্রামের শাহ্ আলমের মেয়ে।

জানা যায়, ঈদের দিন দুপুরে বাসা থেকে খাওয়াদাওয়া করে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এ সময় বাড়ির পাশে খালে জমে থাকা পানিতে দুই বোনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় তারা। পরে সেখান থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *