[ম্যাক নিউজ ডেস্ক ]
কুমিল্লা সদর দক্ষিণে ঈদের দিনে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ ঘটে।
নিহতরা হলেন সাজেদুল হক সাজু (৩০), তার মেয়ে খাদিজা আক্তার সাবা(৪)। নিহত সাজেদুল হক সাজু চৌদ্দগ্রাম উপজেলার কোমার ডোগা গ্রামের হুমায়ুন কবির এর ছেলে।
জানা যায়, পবিত্র ঈদ উল আযহা পালনের জন্য মেয়ে খাদিজা আক্তার সাবাকে নিয়ে মোটর সাইকেল করে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি চৌদ্দগ্রাম যাচ্ছিল সাজেদুল হক সাজু।
মোটরসাইকেলটি সুয়াগাজী এলাকায় পৌঁছলে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় তারা।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশের এস আই আব্দুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান মোটরসাইকেল উদ্ধার করেছি। মোটরসাইকেলে থাকা দুইজনেই ঘটনাস্থলে নিহত হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান চালক পলাতক রয়েছে।