[ম্যাক নিউজ রিপোর্টঃ-মাহফুজ নান্টু কুমিল্লা]
বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন বিল্লাল। এর মধ্যে গাড়ি কেনা ও ঘর তৈরির জন্য যৌতুক হিসেবে পিংকি কয়েক দফায় তাকে টাকাও দেন। সবশেষ শুক্রবার রাতে যৌতুকের জন্য ফের বিল্লাল স্ত্রীকে মারধর করেন।
কুমিল্লায় যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার আদালতের মাধ্যমে শনিবার দুপুরে বিল্লাল হোসেন নামে ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাতে অন্তঃসত্ত্বা স্ত্রী পিংকি আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করেন বিল্লাল। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর গভীর রাতে তার মৃত্যু হয়। পরে বিল্লালকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।
গ্রেপ্তার বিল্লাল নগরীর টিক্কাচর এলাকার বারেক মিয়ার ছেলে। নিহত পিংকি একই এলাকার সাহিদ মিয়ার মেয়ে।
পিংকির পরিবারের সদস্যরা জানান, চার বছর আগে ড্রামট্রাকচালক বিল্লালকে বিয়ে করেন পিংকি। একাধিক বিয়ের কথা গোপন রেখেই পিংকিকে বিয়ে করেন বিল্লাল।
বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন বিল্লাল। এর মধ্যে গাড়ি কেনা ও ঘর তৈরির জন্য যৌতুক হিসেবে পিংকি কয়েক দফায় তাকে টাকাও দেন। সবশেষ শুক্রবার রাতে যৌতুকের জন্য ফের বিল্লাল স্ত্রীকে মারধর করেন।