[ম্যাক নিউজ রিপোর্টঃ-কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লা নগরের নুরপুর এলাকা থেকে মাদকদ্রব্যসহ মা ও ছেলেকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর নূরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯ বোতল বিয়ার, ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০০ গ্রাম গাঁজা, দুই বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করে। আটকৃতরা হলেন, নগরের নূরপুর এলাকার মোঃ বাবলু এর স্ত্রী মোসাঃ সীমা বেগম (৩৭) ও ছেলে মোঃ ফয়েজ আহমেদ আকাশ (২১)।
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে বিয়ার, ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।