[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছর ডিসেম্বর থেকে ওই তরুণীকে ওই যুবক বিভিন্ন সময় ধর্ষণ করেছেন। ওই যুবকের পরিবারকে বিষয়টি জানানো হলে তারা উল্টো হুমকি দেয়।
ধর্ষণে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে গেলে বিষয়টি স্থানীয় ও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করা হয়। সামাজিক কারণে তরুণীর পরিবার থানায় যায়নি। ১১ জুলাই তিনি সন্তান প্রসব করেন। এরপরও বিষয়টি মীমাংসা না হওয়ায় ২৪ জুলাই তরুণীর পরিবার র্যাবের কাছে লিখিত অভিযোগ করে।
মেজর সাকিব আরও জানান, আটকের পর ওই যুবক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেন। তার নামে ধর্ষণের অভিযোগে মামলা দিয়ে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, রোববার সকালে যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।