[ম্যাক নিউজ ডেস্ক]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান হয়েছেন উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

রোববার (২৫ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি ডিএমপির অপারেশন্স বিভাগে কর্মরত ছিলেন।

ডিসি ফারুক হোসেন ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশুনা করেছেন। চাকরিজীবনে তিনি ডিএমপি, জেলা পুলিশ ও সিআইডিতে কর্মরত ছিলেন।

এর আগে সর্বশেষ ডিএমপি মিডিয়া প্রধানের দায়িত্বে ছিলেন মো. ওয়ালিদ হোসেন। চলতি বছর তাকে অন্য বিভাগে বদলি করার কারণে কয়েক মাস খালি ছিল পদটি। একই পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন ঢাকা জেলার বর্তমান এসপি মারুফ হোসেন সরদার, পুলিশ সদর দফতরের বর্তমান অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান।

ডিএমপি জানায়, আদেশে ডিসি ফারুকের অপারেশন্স বিভাগের দায়িত্ব ডিসি হায়াতুল ইসলাম খানকে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *