[ম্যাক নিউজ ডেস্ক ]


প্রখ্যাত কণ্ঠশিল্পী মান্না দের বিখ্যাত সংগীত ‘কফি হাউজের সেই আড্ডাটা আর নেই’ গানের একটি কথা ছিল মইদুল ঢাকাতে। মইদুল মান্না দের একজন বন্ধু। তার নাম নূর আহমদ। বুধবার রাজধানীর এ্যাপোলো হসপিটালসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মইদুলকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১৯৩৬ সালের ১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চবি্বশ পরগণায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৪ সালে তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন। ১৫ বছর বয়সে সংগীত শিল্পী মান্না দের সঙ্গে পরিচয় হয় তার। মান্না দের গানের আসরে অন্যদের সঙ্গে তিনিও নিয়মিত যোগ দিতেন। কলকাতার ক্রীড়াঙ্গনে খেলোয়াড় হিসেবে বেশ সফল হন তিনি। ঢাকায় এসেও তিনি ব্যাডমিন্টন ও ফুটবল খেলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ইকবাল স্পোর্টিং ক্লাবের হয়ে। ১৯৬৪ সালেই তিনি পাকিস্তান রেডিওতে ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

সূত্র :বাংলাদেশ প্রতিদিন।

https://www.google.com/amp/s/www.bd-pratidin.com/amp/entertainment/2014/02/02/41429

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *