ম্যাক নিউজ রিপোর্টঃ-লালমাই প্রতিনিধি
কুমিল্লা লালমাইয়ে ফয়েজ (২৬) ও শরীফ (২৭) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামে তাদের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শরীফ স্থানীয় মুদি দোকানের মালিক এবং ফয়েজ তার কর্মচারী।
স্থানীয়রা জানান, সোমবার পরিবারের সবাই বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাই রাতে ফয়েজ ও শরীফ ছাড়া বাড়িতে কেউ ছিলেন না। মঙ্গলবার সকালে তাদের ঘুম থেকে উঠার জন্য ডাকা হয়। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভাঙা হয়। এ সময় তাদের লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। শরীফের মরদেহ বিছানায় পড়ে ছিল আর ফয়েজ দড়িতে ঝুলতে ছিলেন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত ছাড়া কিছু বলা যাবে না।
ঘটনাস্থল থেকে লালমাই থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। ঘটানাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অন্যান্য তদন্ত সংস্থার টিম আসছে। বিস্তারিত পরে জানা যাবে।
উল্লেখ্য, কয়েকদিন আগে শরীফ কয়েক লাখ টাকার গরু বিক্রি করেছেন।