[ম্যাক নিউজ রিপোর্টঃ-বিশেষ প্রতিনিধি।]
কুমিল্লা নগরী থেকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: জুয়েলকে (২৮) আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গতকাল ২৯ জুলাই রাতে নগরীর বারপাড়া কৃষ্ণপুর চকবাজার টু বালুতুপা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে অবশেষে বালুতুপা সড়ক থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মো: জুয়েল কুমিল্লার নগরীর কুচাইতলি (মাস্টার পাড়া) গ্রামের মোঃ আবু মিয়ার ছেলে ।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।