[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।]

কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট,১৭১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক), ৩০ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যান রেডবুল এনার্জী ড্রিংকস সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। গোপন সংবাদের ভিত্তিতে

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ জুলাই রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার জগন্নাথপুরএলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭১ বোতল স্কাফ সিরাপ (ফেন্সিডিল জাতীয় মাদক), ৩০ বাতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ২৪০ ক্যান শুল্ককর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আমদানিকৃত রেডবুল এনার্জী ড্রিংকস সহ চারজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১।কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দ্বিতীয় মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলেমোঃ মামুন মিয়া (৩৫), ২।কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার তেলিকোনা সাহাপাড়া গ্রামের মৃত শিবুরঞ্জন সাহা এর ছেলে সুমন সাহা (৩৭), ৩। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুজানগর ২য় মুরাদপুর গ্রামের নজির মিয়ার ছেলে মোঃ রাব্বি মিয়া (২৬) ও৪। কুমিল্লা জেলার কোতয়ালি থানার খামার কৃষ্ণপুর গ্রামের মৃত মকবুল হোসেন এর স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৫০)।প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহবিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ মামুন মিয়া (৩৫) এর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *