[ম্যাক নিউজ]
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী ইউনাইটেড লেদার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
সময়মতো ওই ফোন কল পাওয়ার কারণেই, ব্যয়বহুল ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি। আর এই ফোনকলটি করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান খান। রূপগঞ্জ থানার ওসি এএফএম সাহেদ জানান গতকাল বুধবার ১২ টার দিকে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় ইউনাইটেড লেদার কারখানার রাসায়নিকের গুদামে আগুন লাগে। ওই এলাকায় টহলে ছিলেন থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান খান। তিনি কারখানায় ধোয়া দেখে তাৎক্ষণিক ডেমরা ফায়ার সার্ভিসকে ফোন করেন। উনি আবার সাথে সাথে কাঞ্চন ফায়ার সার্ভিস স্টেশনকেও আগুন লাগার বিষয়টি জানান। তারপর ফোন করলে। ১৪ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং ২২ মিনিটের মধ্যে আরও ১০ টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।এর কারণেই বড় ক্ষতির সম্মুখীন থেকে বেঁচে যায় কারখানাটি।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পরিচালক। জুলফিকার আলী গণমাধ্যমকে জানান,গুদামে কেমিক্যাল সহ বিভিন্ন প্রকারের দাহ্য পদার্থ ছিল। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কারণে আগুনের ভয়াবহতা বাটতে পারেনি,তা না হলে আগুন আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারতো।