[ম্যাক নিউজ ডেস্ক]
নিখোঁজের প্রায় মাসখানেক পর আশুলিয়ায় উদ্ধার হলো এক কলেজ অধ্যক্ষের ছয় টুকরা মরদেহ। নিজ কলেজের আঙ্গিনা থেকে এক খণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
নিহতের পরিবারের স্বজনরা জানান, ১৩ জুলাই আশুলিয়ার ব্যারন এলাকা থেকে নিখোঁজ হন সাভার রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণ।
এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। তবে সন্ধান পাননি। তার ফোনও বন্ধ ছিল। পরে অধ্যক্ষ মিন্টুর ছোট ভাই দীপক চন্দ্র বর্মণ আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগ জানানো হয় র্যাবের কাছেও।
র্যাব তদন্তে নেমে জানতে পারে, মিন্টু বর্মণকে ছয় টুকরা করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতারও করা হয়েছে। অভিযুক্তরা জানিয়েছে, মরদেহ ছয় টুকরা করার পর আলাদা ছয়টি স্থানে তা ফেলা দেয়া হয়।