[ম্যাক নিউজ রিপোর্টঃ-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি।]

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্যসহ কামাল হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম এ অভিযান পরিচালনা করে। সে ওই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে।
জানা যায়, র‌্যাবের কুমিল্লা ক্যাম্পের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে নগরীর কালিয়াজুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় অস্ত্র ও মাদকদ্রব্যসহ কামাল হোসেনকে (৪৫) আটক করা হয়। র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,আটক কামাল হোসেনের নিকট থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১ হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৯ বোতল বিয়ার, ১টি রামদা, ১টি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *