[ম্যাক নিউজ ডেস্ক]

কুমিল্লায় জাতীয় শ্রমিক লীগের তিতাস উপজেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তারকে ছিনতাইয় মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে মনু মিয়া বাদী হয়ে ছিনতাই মামলা দায়ের করলে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ ঘটনায় একই দিনে তিতাস উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সে তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার রুবেল মিয়ার স্ত্রী ।

মামলার সূত্রে জানা যায়, সোমবার ( ৯আগস্ট) শ্রীমদ্দি গ্রামের মো. মনু মিয়া মেয়ে শারমিনকে নিয়ে ২ লাখ ১২ হাজার টাকা সোনালী ব্যাংক হোমনা শাখায় জমা দিতে যায়। ব্যাংকে ভীর থাকায় জমা না দিয়ে বাড়িতে ফেরার পথে হোমনা বাজারের অভিযুক্ত মৌসুমীসহ ৪ সহযোগী গতিরোধ করে শারমিনের ব্যাগে থেকে ১ লাখ টাকা নিয়ে যায় ।

এসময় শারমিনের চিৎকারে উপস্থিত লোকজন ৩জন নারী ছিনতাইকারিকে আটক করে । তবে মৌসুমী পালিয়ে যায় । পরবর্তীতে কৌশলে যোগাযোগ করে ১ লাখ টাকার মধ্যে ৮০হাজার টাকা দিলেই আটকদের ছেড়ে দেয়া হবে এমন প্রলোভন দিলে তিতাসের শ্রমিকলীগ সম্পাদিকা মৌসুমী ৮০হাজার টাকা নিয়ে ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয়রা এই ৪নারী ছিনতাইকারীকে আটকে রেখে থানা পুলিশের তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *