[ম্যাক নিউজ রিপোর্টঃ- ম্যাক রানা।]
কুমিল্লা জেলা পুলিশ সুপার, জনাব মোঃ- ফারুক আহমেদ সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করা হয়।
ইং ১২/০৮/২০২১ তারিখ ০৬.৩০ ঘটিকার সময়, জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার অফিসার ইনচার্জ জনাব সত্যজিৎ বড়ুয়া এর নেতৃত্বে এসআই কামাল উদ্দিন ও এএসআই মাসুদ রানা সংগীয় ফোর্স সহ কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ি এলাকার।
৫নং পাঁচথুবী ইউনিয়নের শালধর সাকিনস্থ টিক্কারচর টু গোলাবাড়ি সড়কের জুয়েলের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০(দশ) কেজি গাঁজা সহ আসামী ১) কোহিনূর বেগম (৫০),স্বামী-শহিদুল ইসলাম ২) সালমা আক্তার (১৮), পিতা-শহিদুল ইসলাম, উভয় সাং-পাঁচথুবী (আইলের পাশে), থানা-কোতোয়ালী মডেল, জেলা-কুমিল্লা, মা ও মেয়ে দ্বয়কে আটক। মামলা প্রক্রীয়াধীন।