[ম্যাক নিউজ ডেস্ক]

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে পুলিশের এক পরিদর্শকের করা ধর্ষণের মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগী ওই পরিদর্শকের জবানবন্দি গ্রহণের পর উত্তরা পূর্ব থানাকে মামলাটি গ্রহণের করার নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ আদেশ দেন।

এর আগে একই আদালতে মামলার আবেদন করেন পুলিশের ওই নারী পরিদর্শক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় আদেশের জন্য রেখেছিলেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী সালাহ উদ্দিন খান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালে বাদী ও আসামি দুইজনই সুদানে কর্মরত ছিলেন। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে বাদীর ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে জাপ্টে ধরে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি-ধামকি দেখান।

আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। বাদী বিষয়টি পুলিশ ডিপার্টমেন্টে অভিযোগ করেন। সে অভিযোগটি চলমান রয়েছে।

এ ব্যাপারে পিপিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘আইন অনুযায়ী বিষয়টি তদন্ত হবে। তদন্তেই সব জানা যাবে।’ এক প্রশ্নের জবাবে পিবিআই প্রধান বলেন, ‘যিনি মামলা করেছেন তিনি মামলা করার আগে পিবিআইতে কোনো অভিযোগ করেননি।’

সূত্রঃ-ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *