[ম্যাক নিউজ ডেস্ক]
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা এর উদ্যোগে ১৭/৮/২০২১ সন্ধ্যা ৬:০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বজ্রপুর মৌলভীপাড়া চেয়ারম্যান বাড়ী গলিস্থ আসামী শাহিন মিয়ার নিজ দখলীয় দক্ষিণ ভিটির উত্তর দুয়ারী নিজ দখলীয় উত্তর দুয়ারী ০৩ (তিন) কক্ষ বিশিষ্ট পাকা একতলা বিল্ডিং এ অভিযান পরিচালনা করে আসামী ১। শাহিন মিয়া (৪২), পিতা: মৃত আব্দুল ছালাম মিয়া, ২। মো: নাজমুল (৩৫), পিতা: মৃত রফিকুল ইসলাম ও ৩। আব্দুল মতিন (৪২), পিতা: মৃত আব্দুল লতিফ, সর্বসাং বজ্রপুর, মৌলভী পাড়া, চেয়ারম্যান বাড়ী গলি, ওয়ার্ড-১৮ (কু. সি.ক), থানা- কোতোয়ালী, জেলা- কুমিল্লা নামীয় আসামীদের আটক করা হয়।
০১নং আসামীর পরিহিত লুঙ্গির কোচরে একটি প্লাষ্টিকের জিপারের ভিতর ২০০ (দুইশত) পিস,
২নং আসামীর পরিহিত শার্টের প্যাকেটে ০৪ (চার) পিস এবং ৩নং আসামীর পরিহিত শার্টের প্যাকেট হতে মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা নামীয় ট্যাবলেট ০৪ (চার) পিস উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন। তিনজন আসামীকে অভিযুক্ত করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।