[ম্যাক নিউজ ডেস্ক]
কুমিল্লায় বিগত সাড়ে ৭ মাসে বিভিন্ন অপরাধে ৮ হাজার ১১২ জন আসামিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লাবাসিকে আইনসঙ্গত সেবা প্রদানের নিরন্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিগত সাড়ে ৭ মাসে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত প্রায় ৮ হাজার আসামিকে গ্রেফতার করে আইনের হাতে সোর্পদ করা হয়েছে। অপরাধিদের সুষ্ঠু বিচারের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।
জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত সময়ে পুলিশ জেলাজুড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত সাড়ে ৭ মাসে ওয়ারেন্টভুক্ত ২ হাজার ৯৫৩ জন, নিয়মিত মামলায় ২ হাজার ৫৮৫ জন, মাদক মামলায় ২ হাজার ৪০৩ জন ও অন্যান্য মামলায় ১৭১ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গতকাল ২১ শে আগস্ট ওয়ারেন্টভুক্ত ১১ জনসহ ৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়।