[ম্যাক নিউজ ডেস্ক]
চুয়াডাঙ্গায় গত দুই দিনে করোনা এবং উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার (২০ আগস্ট) করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। ওইদিন জেলায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন জানিয়েছে, শনিবার জেলায় করোনা আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২০৫ জনে। এর মধ্যে চুয়াডাঙ্গায় মারা গেছেন ১৮৫ জন এবং জেলার বাইরে ২০ জন। এ সময় নতুন করে ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৯৫ জনে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ শনিবার নতুন ১৫০ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৫৬৩ জন। এ দিন ১৭৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট ২৫ হাজার ৬৭৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ সময় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৯৫ জনে। এ সময় সুস্থ হয়েছেন ১০৬ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৫ হাজার ৬৬৩ জন।
বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৪৩ জন আর বাড়িতে রয়েছেন ৭১৪ জন। নতুন যে ২০ জন শনাক্ত হয়েছেন তার মধ্যে সদর উপজেলার আটজন, আলমডাঙ্গার চারজন, দামুড়হুদার চারজন এবং জীবননগরের চারজন রয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, শুক্রবার করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের রেডজোনে দুজন এবং উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন একজন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন।